ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

সৌদি আরব রিয়াদে প্রবাসীর মৃত্যু

লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৮:৩১ পূর্বাহ্ণ

সৌদি আরব রিয়াদে প্রবাসীর মৃত্যু । সপ্ন পূরণ হলো না রায়হানের? প্রবাসে মাত্র একদিন! টগবগে যুবক রায়হানের মৃত্যু সকল শোক বেদনাকে ছাপিয়ে গেছে! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সৌদি আরব প্রবাসীদের মাঝে শোকের ছায়া ছায়া! নাম রায়হান, বয়স মাত্র ২২ বছর, পিতা- মৌরশ আলী, বাড়ি সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। একটা রঙিন স্বপ্ন চোখে ও বুকে নিয়ে মা বাবার আদরের ধন রায়হান গত শুক্রবার সকাল ৯টায় এসে পৌছায় সৌদি আরবের রাজধানী রিয়াদের হারায়। অতপর, দিনের পর রাত আসলো। প্রবাস জীবনে রায়হানের প্রথম রজনী। হয়তো অন্যান্য প্রবাসীর ন্যায় রায়হানও বুক ভরা আশা আর প্রবাসে আসার আনন্দ নিয়ে নিদ্রায় গিয়েছিল। কে জানতো রায়হানের এটাই চীর নিদ্রা। ঘুমের ঘরেই মৃত্যু নামক চরম সত্য এসে মুলাকাত করে তরুন যুবক রায়হানের সাথে। মা বাবার স্বপ্ন, ছোট ভাই বোনের আশা আর তার রঙ্গিন জীবনের লালিত স্বপ্নকে পিছনে ফেলে মহান রবের ডাকে সাড়া দিয়ে যেতে হলো না ফেরার দেশে। তার এই চলে যাওয়ায় শোকের ছায়ায় ছেয়ে গেছে পুরো রিয়াদের হারা অঞ্চল সহ সৌদি আরব! মানুষের মুখে মুখে একই কথা এ কি হলো? সত্যি বিষয়টা আমার কাছে শুধু হৃদয় বিদারকই নয়, সকল বেদনাকে ছাপিয়ে গেছে রায়হানের এই চলে যাওয়া। জানিনা তার বাবা মা কেমন করে সইবেন তাদের মানিক হারানোর শোক। এই শোক যে কত কঠিন সেটা আমি ও বুঝি! শোকাহত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানাচ্ছি, মহান আল্লাহ যেন রায়হানকে জান্নাতে আ’লা মাকাম দান করেন এবং পরিবারের সবাইকে সবরে জামিল দান করেন। ইয়া আল্লাহ! সকল প্রবাসীদের হেফাজতে রাখিও! আমিন