ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

৩৭৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ

৩৭৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার ।বগুড়ার শাজাহানপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার পেলেন ৩ হাজার ৭৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। রবিবার (৫ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে সার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শানজিদা মুস্তারী, থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুঞ্জুরুল ইসলাম প্রমুখ।