ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
নওগাঁর রাণীনগরে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধন । নওগাঁর রাণীনগর উপজেলায় রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের চার হাজার ৩২৫ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিষদ অডিটোরিয়ামে সার ও বীজ বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন এমপি আনোয়ার হোসেন হেলাল। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, জেলা পরিষদ সদস্য জাকির হোসেনসহ অনেকে। উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার চার হাজার ৩২৫ জন কৃষককে বিনামূল্যে, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি, গম, ভুট্রা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :