চৌদ্দগ্রামে জোর করে সম্পত্তি পূর্ণ দখলের চেষ্টার অভিযোগ । কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ৫ নং শুভপুর ইউনিয়নের পাশাকোট এলাকায় মৃত ছাবির আলীর ছেলে আবুল কাশেম ৩০, কালা মিয়ার ছেলে আব্দুল মন্নান ৫০, আব্দুল মান্নানের স্ত্রী সাফিয়া বেগম ৩০ এর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়াছে যে, পাশাকোট মিয়াজী বাড়ির মৌলভী আসলাম এর ছেলে মোঃ আলমগীর হোসেনের ক্রয় করা সম্পত্তি জোর পূর্বক দখল করার জন্য সচেষ্ট হয়। ঘটনার বিবরণে জানা যায়, পাশাকোট মৌজার মোঃ আলমগীর হোসেন ২০২৩ সালের ৩০ আগষ্ট তার জেঠাত ভাই নজরুল ইসলাম, ইব্রাহিম ও জেঠাত বোন নার্গিস বেগমের নিকট থেকে আর,এস নং ১২৮, বিএস নং ৪৭৪,এর ১৪০ দাগে ৪৫ শতক অন্দরে ০৭ শতক সম্পত্তি সাব কবলায় দলিল মূলে মালিক হয়ে ভোগ দখলে আছে। কিন্তু উল্লেখিত বিবাদীরা গত ১৫ সেপ্টেম্বর বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আলমগীর হোসেনের ক্রয় কৃত সম্পত্তিতে বিবাদীরা জোর পূর্বক পাকা দালান ঘর নির্মাণের উদ্যেশে বিভিন্ন উপকরণ জমা করতে থাকলে আলমগীর বাধা দিলে বিপক্ষে ব্যক্তিরা তাকে গাল মন্দ করে দেখে নিবে বলে হুমকি দেয়। থানায় মামলা হয়েছে।এসডি আর নং ৪০৮৫/২৩ ১৬/০৯/২০২৩।
আপনার মতামত লিখুন :