ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
পাইকগাছায় বিশ্বজিৎ-এর মৃত্যু রহস্য উদঘাটন হতে না হতেই ২০ দিনের ব্যবধানে আর এক বিশ্বজিৎ-এর লাস পাওয়া গেছে !
বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় বিশ্বজিৎ-এর মৃত্যু রহস্য উদঘাটন হতে না হতেই ২০ দিনের ব্যবধানে আর এক অজ্ঞাত ব্যাক্তি-র লাস পওয়া গেছে! মঙ্গলবার বিকেলে উপজেলার গড়ইখালী ইউপি’র কানাখালী শীল বাড়ীর কাছে একটি খালে আজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। স্থানীয়রা থানা পুলিশকে জানিয়েছেন। পরবর্তীতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গার চকের বাসিন্দা রামপদ ঢালীর পুত্র এবং উপজেলা যুবলীগের সাবেক নেতা প্রসেন ঢালীর বড় ভাই বিশ্বজিৎ ঢালী(৫২)। ব্যক্তিগত জীবনে বিশ্বজিৎ ঢালী অবিবাহিত ছিলেন। পরিবার সুত্রে জানাগেছে, বিশ্বজিৎ মানসিক প্রতিবন্ধী প্রকৃকির মানুষ এবং ডাক্তার ধীরাজ মোহন বসুর অধিনে চিকিৎসাধীন ছিলেন। রিপোর্ট লেখা পর্যন্ত ওসি মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থলে রওনা দিয়েছেন বলে জানাগেছে।উল্লেখ্য, উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের মৃত মনোরঞ্জন সানার পুত্র বিশ্বজিৎ সানা (৩০) গত ৬ আগস্ট রোববার রাত থেকে নিখোঁজ হয়। নিখোঁজের ৩ দিন পর ৯ আগস্ট বুধবার এলাকার একটি চিংড়ি ঘের থেকে ভাসমান অবস্থায় যুবক বিশশ্বজিৎ এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই জয়দেব সানা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা করেছেন। মামলায় পুলিশ সন্ধিগ্ধ আসামী হিসেবে ৩ জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, ওই এলাকার ঘের মালিক মৃত আব্দুর রহমান (কিনু) মিস্ত্রি-র পুত্র হাসানুর রহমান (৩৫) ও জাহিদুর রহমান (৪৩) এবং ওই ঘেরের কর্মচারী বাবুর্চী রিয়াদ আলী গাজী (৩৮)। পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরনের পর আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন বলে ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :