ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

রংপুরের পীরগাছায় এইচএসসি ও সমমানের ৫টি কেন্দ্রে পরীক্ষা অভ্যাহত। 

মোঃ হাফিজার রহমান পীরগাছা রংপুর। অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৯:৩১ অপরাহ্ণ

রংপুরের পীরগাছায় এইচএসসি ও সমমানের ৫টি কেন্দ্রে পরীক্ষা অভ্যাহত।

মোঃ হাফিজার রহমান পীরগাছা রংপুর।

তথ্য সুত্রে জানা গেছে, রংপুরের পীরগাছা ৫টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অভ্যাহত রয়েছে।

এইচএসসি পরীক্ষা কেন্দ্র তিনটি, সমমানের পরীক্ষা কেন্দ্র একটি ও কারিগরি ভোকেশনাল কেন্দ্র একটি সহ মোট ৫টি পরীক্ষা কেন্দ্র থেকে ১৯৬৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

পীরগাছা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে মোট ৬৪৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে, গতকাল যুক্তি বিদ্যা, পদার্থ বিজ্ঞান ও হিসাব বিজ্ঞান সহ মোট ১১২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

সচিব হিসেবে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেন পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফাহমিদ হাসান এবং ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শম্ভু চরণ।

পীরগাছা মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে, তার মধ্যে গতকাল বি এম শাখায় ৩৫৫ জন ও সাধারণ শাখায় ২৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে, পীরগাছা মহিলা কলেজ কেন্দ্রে সচিব হিসেবে পরীক্ষার দায়িত্ব পালন করেন পীরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম শরিফুজ্জামান বুলু এবং ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব-উল আলম।

চৌধুরাণী কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে মোট ২২৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে, গতকাল যুক্তি বিদ্যা,পদার্থ বিজ্ঞান ও হিসাব বিজ্ঞান সহ মোট ৮২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে, সচিব হিসেবে দায়িত্ব পালন করেন চৌধুরাণী কলেজের অধ্যক্ষ ও ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান অফিসার এস এম শাহনেওয়াজ।

রহিম উদ্দিন ভরসা কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে

কারিগরি ভোকেশনাল শাখায় মোট ৩১৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে, সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পীরগাছা বি এম কলেজের অধ্যক্ষ মোঃ ইমদাদুল হক এবং ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফারুকুজ্জামান ডাকুয়া।

পীরগাছা হাজী ছফের উদ্দিন দ্বি-মূখী আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে মোট ২৫৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে, সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পীরগাছা হাজী ছফের উদ্দিন দ্বি- মূখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান এবং ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শামছুজ্জামান। সবক’টি পরীক্ষা কেন্দ্রে সুন্দর ভাবে তদারকি করছেন এবং পরীক্ষা কেন্দ্র গুলোতে অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা হচ্ছে বলে জানান সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।