ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
দামুড়হুদা সমবায় দিবস পালিত মাহমুদ হাসান রনি, দামুড়হুদায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় দামুড়হুদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত দামুড়হুদা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস-২৩ পালিত হয়।”সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটির সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী শহিদুল শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার মোঃ হারুন অর রশীদ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী প্রমুখ। এর আগে বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি ০১৯১২৯৯৫১০৩ ০৪/১১/২৩
আপনার মতামত লিখুন :