ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

কলারোয়ায় ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ভ্রাম্যমান প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৯:০০ পূর্বাহ্ণ

কলারোয়ায় ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত । এস এম তাজুল হাসান সাদ সাতক্ষীরা জেলা কলারোয়ায় ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। ৩ নভেম্বর ২০২৩ শুক্রবার বিকাল ৫টায় কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সভাপতিত্বে। আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কলারোয়া উপজেলা সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।আরো উপস্থিত থেকে বক্তব্য দেন মাস্টার মনিরুজ্জামান,বুলবুল, ৬নং সোনাবাড়ীয়া উউনিয়নের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক চেয়ারম্যান আসলাম,যুবলীগ নেতা মাসুম। অধিকাংশ বক্তাদের বক্তব্যে জেলহত্যার করুন ইতিহাসের বর্ণনা উঠে আসে।বক্তৃতারা এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঐক্য বিকল্প নেই তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বাংলাদেশ আওয়ামী লীগ,যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান শেষ করেন।