ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

তানোরে অবরোধের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

সোহানুল হক পারভেজ রাজশাহী : প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ণ

তানোরে অবরোধের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল । বিএনপির ডাকা তিনদিনের অবরোধের বিরুদ্ধে তৃতীয় দিনে ও রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে। ২রা নভেম্বর (বৃহস্পতিবার ) বিকেল ৫টা দিকে তানোর উপজেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি তানোর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শেষে এক পথ সভায় অবরোধের বিরুদ্ধে বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তানোর পৌর আওয়ামীলীগের সভাপতি আসলাম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সুজন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তানোর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সরকারী আব্দুল করিম সরকার ডিগ্রী কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না। এ সময় উপস্থিত ছিলেন কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি মিঞা,পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আঃমতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,সরনজাই ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান ,তানোর উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক,তানোর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রামিল হাসান সুইট,তানোর পৌর যুবলীগের সভাপতি রোকনুজ্জামান জনি,সাধারন সম্পাদক আলফাজ শাহ, তানোর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুজ্জামান শিবলন,তানোর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুনসেফ আলী,কামারগাঁ ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান প্রমুখ। এ সময় তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন ।