হিজলায় মাউলতলা মাধ্যমিক বিঃ শিক্ষার্থীদের কে নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । বরিশাল জেলার হিজলা উপজেলা ঐতিহ্যবাহী মাউলতলা মাধ্যমিক বিদ্যালয়ের, শিক্ষার্থীদের অভিভাবকদেরকে নিয়ে গতকাল ২ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামাদ খান হেলাল এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় । এ সময় বক্তব্য রাখেন, মাউলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ তারিফ মাহমুদ তালুকদার, মাউলতলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাস্টার মোঃ মোবারক হোসেন খান, মাউলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম, মাউলতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মোঃ আবুল কালাম (আজাদ), ম্যানেজিং কমিটির মহিলা সদস্যা লক্ষ্মী রানী , সিনিয়র শিক্ষক শাহরিয়ার ( শিপু) সঞ্চালনায় এমদাদুল হক (দিপু) অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, এস এম মনির হোসাইন মল্লিক,এ সময় উপস্থিত ছিলেন,মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা , শিক্ষার্থীরা ও সকল শ্রেণীর শিক্ষার্থীদের বাবা মা ভাই বোন । এসময় শিক্ষকরা বলেন বক্তব্য আপনার সন্তানকে স্কুলে পাঠিয়ে দেন, তবে আমাদের কাছে যতক্ষণ থাকে ততক্ষণ আমরা দায়িত্ব নিয়ে পাঠ দান দিতে বাধ্য থাকি, আপনাদেরও কিছু দায়িত্ব থেকে যায় যা আপনারা কখনো সেই দায়িত্ব পালন করেননি। আপনাদের দায়িত্ব হল নিয়মিত বাসায় পড়ার টেবিলে বসানো ইত্যাদি এভাবে বিভিন্ন বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকারের বক্তব্য দিয়ে যান। শিক্ষকদেরকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা। সভাটি সভাপতি বক্তব্যের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করেন ।
আপনার মতামত লিখুন :