কালীগঞ্জে নতুনহাট বাজার উদ্বোধন করেন চেয়ারম্যান আব্দুল হাকিম । এস এম তাজুল হাসান সাদ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী খাজাবারিয়ার প্রাণকেন্দ্র ঈশানগঞ্জ নতুন হাটকে সপ্তাহে তিন থেকে পরিবর্তন করে প্রতিদিন বাজারে পরিণত করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় ঈশানগঞ্জ (নতুন হাট) কে বাজারে রূপান্তরিত করে উদ্বোধন করা হয়। ঈশানগঞ্জ বাজার কমিটির সভাপতি মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদলী ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিএম আব্দুল জলিল, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেবাশীষ ঘোষ (বাবু) ৮ নং ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য ইলিয়াস শাহ সোনালী। কালিগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের কম্পিউটার অপারেট জিএম গোলাম মোস্তফা বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী পিয়ার আলী। সাংবাদিক জিএম মামুন, বিশিষ্ট ব্যবসায়ী আবু মুসা বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী আতিয়ার রহমান। বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা জহুর আলী, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, ব্যবসায়ী আলহাজ্ব আমিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জমিদার ফজর আলী। ব্যবসায়ী আনিসুর রহমান, ব্যবসায়ী জাকির হোসেন, মাংস ব্যবসায়ী সোফিয়ার রহমান শফি।দুদলী নতুনহাট স্থাপিত ১৯৮২ সালে প্রয়াত ঈশান ঘোষের দানকৃত জমিতে এলাকার প্রয়াত জিএম আক্কাস আলী, প্রাক্তন চেয়ারম্যান জিএম মমতাজ উদ্দিন, মৃত জিএম কেরামত হোসেন, মৃত জিএম জিন্নাত আলী, মৃত জিএম আহাম্মেদ আলী (গ্রাম সরকার) মৃত জিএম শওকত আলী, সহ কয়েকজন প্রবীণ উদ্যোক্তাদের উদ্যোগে সপ্তাহে তিন দিন ঈশান ঘোষের নামে ঈশানগঞ্জ নামে চালু হয়। পরবর্তীতে কিছু সংখ্যক মানুষ হাটের নতুন নামকরণ করেন। দুদলী নতুন হাট বর্তমানে সরকারি কাগজে কলমে যাহা ঈশানগঞ্জ হিসেবে বিদ্যমান। তবে বর্তমানে এলাকার মানুষের মুখে নতুনহাট নামে পরিচিত।
আপনার মতামত লিখুন :