ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
অটো ভ্যানের ধাক্কায় প্রাণ হারালো শিশু আলিফ । রাস্তায় খেলছিল শিশুটি, গাড়ির ধাক্কায় গেল প্রাণ। সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিনা এলাকায় অটোভ্যান গাড়ির ধাক্কায় আলিফ নামের দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানান, রাস্তায় খেলার সময় গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়,এবং অটোভ্যান চালক দূতঘটনার স্থান ত্যাগ করে পালিয়ে যায়।শিশুটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে ভর্তি করতে বলেন। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর দ্বায়ীত্বরত ডাক্তার বাচ্ছাটিকে মৃত ঘোষনা করেন। মৃত শিশু আলিফের নানা মোঃ রফিকুল ইসলাম সরেজনিনের প্রতিনিধিকে বলেন, বেপরোয়া গতির একটি অটোভ্যান গাড়ির ধাক্কায় শিশুটি মারা যায়। কোন অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না আমাদের কোন অভিযোগ নেই। সরেজমিনে গিয়ে জানা যায়, শিশু আলিফ তার বাবা মা চাকরির সুবাদে ঢাকায় থাকায়, নানার বাড়ি হরিনা গ্রামে, নানা মোঃ রফিকুল ইসলামের বাড়িতে থাকে শিশুটি। বাবার নাম মোঃ সুজন তার গ্রামের বাড়ি রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে।
আপনার মতামত লিখুন :