ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

রাণীশংকৈলে ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা অধিদপ্তরের সেমিনার

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৫:২০ অপরাহ্ণ

রাণীশংকৈলে ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা অধিদপ্তরের সেমিনার । ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও ব্যবসায়ীদের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ও নির্ধারিত মূল্যে বিক্রির উদ্দেশ্যে বৃহস্পতিবার ২ নভেম্বর সকালে উপজেলা হল রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, রাণীশংকৈল উপজেলার সকল স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ এই সেমিনার তাই সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচাল শেখ সাদী বলেন, ভোক্তা অধিকার আইন সম্পর্কে ব্যবসায়ীদের অবহিতকরণ ও মূল্য তালিকা অনুযায়ী বিক্রয়ের উদ্দেশ্যে আজকের এই সেমিনার। সরকারের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি না করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।