ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

কুড়িগ্রাম সদর আসনে নৌকার মনোনয়ন পেতে মাঠে আছেন আকবর আলী সরকার

আলমগীর হোসেন আসিফ ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৪:৪৬ অপরাহ্ণ

কুড়িগ্রাম সদর আসনে নৌকার মনোনয়ন পেতে মাঠে আছেন আকবর আলী সরকার । আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার তিনটি উপজেলা কুড়িগ্রাম সদর, রাজারহাট এবং ফুলবাড়ীর পথে প্রান্তরে তৃণমূল জনগনকে নিয়ে দীর্ঘদিন যাবত প্রচার প্রচারণা এবং কর্মীসভা করছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আকবর আলী সরকার বাংলাদেশ আওয়ামী লীগের টানা ৩য় বার ক্ষমতায় থেকে যে অভাবনীয় সাফল্য এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পুনরায় আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে এবং দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার পাশাপাশি কুড়িগ্রাম জেলার উন্নয়নে তার চিন্তাভাবনা এবং প্রনীত জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছেন এবং নিজেই বিভিন্ন হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠানে শুভেচ্ছা বিনিময়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেছেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আকবর আলী সরকার । কুড়িগ্রাম সদর আসনের তিনটি উপজেলা কুড়িগ্রাম সদর, রাজারহাট এবং ফুলবাড়ীর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা আগামী নির্বাচনে আকবর আলী সরকার সংসদ সদস্য হিসেবে জয়লাভ করার ব্যাপারে নিজ নিজ স্থান থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন।