ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে শিক্ষকের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৪:৩৬ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে শিক্ষকের আত্মহত্যা ।ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে গলায় ফাঁস দিয়ে রাজেন বর্মন (৬০) নামে এক সহকারী শিক্ষক আত্মহত্যা করেছেন। বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। রাজেন বর্মন বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী এলাকার ডিগেন্দ্রনাথ বর্মনের ছেলে। তিনি ঠেঙ্গামেলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিল। নিজ বাড়ির পাশ্বে বাঁশ ঝাড়ে গলায় ফাঁস দিয়ে এই শিক্ষক আত্মহত্যা করেন। ভূল্লী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।