ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের মহড়া

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার: প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৯:৪৫ পূর্বাহ্ণ

শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের মহড়া । দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে শ্রীবরদীতে পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর বুধবার বিকেলে দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচিতে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় থানা পুলিশ কর্তৃক গৃহীত আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা পরিকল্পনার লক্ষ্যে শ্রীবরদী থানা পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়। এসময় ওসি কাইয়ুম খান সিদ্দিকী জনসাধারণের যানবাহন চলাচলে বাধা, নাশকতা ও অগ্নি সন্ত্রাস প্রতিরোধে উপস্থিত জনসাধারণকে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।