ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ডুমুরিয়ার আধারমানিক পূর্বপাড়া রাস্তা নির্মাণ কাজ শুরু, জনমনে ফিরছে স্বস্তি

অরুণ দেবনাথ, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৮:৫৫ পূর্বাহ্ণ

ডুমুরিয়ার আধারমানিক পূর্বপাড়া রাস্তা নির্মাণ কাজ শুরু, জনমনে ফিরছে স্বস্তি ।খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন আধারমানিক একেবিকে মাধ্যমিক বিদ্যালয় থেকে পরিতোষ গোসাই’র মন্দির প্রযন্ত নতুন রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে। এতো দিন এই এলাকার রাস্তা না থাকায় স্থানীয়রা খালের পাড়ের সরু পথ দিয়ে চলাচল করতো। প্রথম বার নির্বাচিত ইউপি সদস্য পতিরাম হালদারের সহযোগিতায় স্বাধীনতার ৫০ বছর পর নতুন রাস্তার কাজ শুরু হওয়ায় গ্রামের হাজারো মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা জানান, বিগত দিন বর্ষা মৌসুমে হাঁটু পানি ও কাঁদা ভেঙে চলাচল করতে হয়েছে। তাঁরা আরও আশা প্রকাশ করেছেন ইটের রাস্তা নির্মাণ হলেও পরবর্তীতে রাস্তাটি পিজের পাকা রাস্তা করা হবে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য পতিরাম হালদার। সরজমিন গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আটলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় প্রায় ৫/৭ হাজার মানুষ বসবাস করেন। উপজেলার আধারমানিক দোয়ানিয়া খালের পাশ দিয়ে সরু একটি পথ দিয়ে যাতায়াত করতেন ঐ এলাকার বসবাসরত সাধারন পরিবারের মানুষ । এই রাস্তায় চলাচল করতে গিয়ে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ নিরসনে ইউনিয়ন পরিষদের উন্নমন তহবিলের টাকায় রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প সভাপতি ইউনিয়ন পরিষদ সদস্য পতিরাম হালদার বলেন, এই এলাকায় চলাচলের জন্য কোনো রাস্তা ছিল না। গাড়ি চলাচলতো দূরের কথা ভ্যানও ঢুকতে পারত না এ গ্রামে। তাই স্থানীয় বাসিন্দাদের ধান—চালের বস্তা মাথায় করে নিয়ে যেতে কষ্টের সীমা ছিলোনা। শুকনো মৌসুমে খালে পাড়ের পথ দিয়ে চলাচল করা গেলেও বর্ষাকালে কষ্ট আরও বেড়ে যেত। কাঁদা পানি ভেঙে যাতায়াত করতে হতো সবাইকে। এখন ইটের রাস্তা হয়েছে। ভবিষ্যতে পাকা রাস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছি। আধারমানিক একেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক কুমার সরদার ও সাবেক প্রধান শিক্ষক বিপিন বিহারী মন্ডল বলেন,গ্রামের অনেক ছেলে—মেয়ে বিদ্যালয় ও কলেজে লেখাপড়া করে। রাস্তা না থাকায় শিক্ষার্থীদের স্কুল কলেজ মাদ্রাসায় যেতে অনেক কষ্ট করতে হতো। নতুন রাস্তা হওয়ায় এসব শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে। মন্দির প্রতিষ্ঠাতা পরিতোষ গোসাই বলেন, এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল রাস্তা নির্মাণ হবে এবং সেটি পাকা করা হবে। তাঁদের প্রত্যাশা পূরণের প্রথম ধাপ শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শেষ হবে। পরবর্তীতে রাস্তাটি পাকা করারও উদ্যোগ নেবে। উপজেলো আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।