ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৫:০৪ অপরাহ্ণ

রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত।  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন
ও ইএসডিও’র সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা কনফারেন্স কক্ষে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইএসডিওর প্রেমদ্বীপ প্রকল্পের ম্যানেজার খায়রুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,যুব প্রশিক্ষণার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো স্বাগত বক্তব্য দেন- যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন। পরে যুব প্রশিক্ষণার্থীদের মাঝে বিতর্কপ্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।