কালীগঞ্জে কাউন্সিলর কান্তার অফিস উদ্বোধন করলেন মেহের আফরোজ চুমকি এমপি । কালীগঞ্জ পৌরসভার ৭,৮,৯ নম্বর ওয়ার্ড মহিলা কাউন্সিলর কান্তা ভূইয়ার অফিস উদ্বোধন করলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। গতকাল মঙ্গলবার কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বাঘেরপাড়া এলাকায় অফিসটি উদ্বোধন করা হয়। কান্তা ভূইয়া কাউন্সিলরের পাশাপাশি রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। তিনি কালীগঞ্জ পৌর যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মো.শরীফ হোসেন খান কনক, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.অলিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো.মাজেদুল ইসলাম সেলিম, মো.আমিনুল ইসলাম, মো.মিন্টু মিয়া, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.কামরুল ইসলাম, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মো.মোশারফ হোসেন শুক্কুর, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.তানভীর মোল্লা, সাধারন সম্পাদক ওয়াহিদ হাসান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমানসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :