ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩’ উপলক্ষ্যে হোসনে আরা মা-শিশু হাসপাতালে মশা নিধনে ফগার মেশিন সরবরাহ করা হয়েছে।

মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম,এ,বার্তা সম্পাদক: প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৯:০০ পূর্বাহ্ণ

ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশা সাধারণত বাড়ির আঙিনায় জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে। বৃষ্টির পানি, ফেলে দেয়া প্লাস্টিকের ব্যাগ, টিনের কৌটা, ডাবের খোসা, প্লাস্টিকের বোতলসহ যেখানেই পানি জমে, সেখানেই ডিম পারে এডিস মশা।
‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩’ উপলক্ষ্যে সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হোসনে আরা মা-শিশু হাসপাতালে মশা নিধনে ফগার মেশিন সরবরাহ করা হয়েছে।
এছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও ঘন বসতিপূর্ণ এলাকার মশা নিধনে দুটি বড় ফগার মেশিন ক্রয় করা হয়েছে।
বাস্তবতা হচ্ছে শুধু ফগার মেশিন দিয়ে মশা নিধন সম্ভব নয়। বাড়ির আঙিনা পরিস্কার রাখা এবং যে সকল জায়গায় মশা বংশ বিস্তার করতে পারে সেগুলো অপসারণ করতে হবে।
এছাড়া চাইলেই হাতের কাছে থাকা উপাদান দিয়ে মশার লার্ভা ধ্বংস করা যায়। চলুন সেই উপায়গুলো দেখে নিই।
০১. কাপড় ধোয়ার বল সাবান অথবা গুঁড়া সাবান ৫ লিটার পানিতে গুলিয়ে সেই পানি মশার লার্ভা আছে এমন পাত্র অথবা গর্তের পানিতে মিশিয়ে দিলে কয়েক ঘণ্টার মধ্যে মশার লার্ভা মারা যাবে। ডিটারজেন্ট লার্ভিসাইডাল হিসেবে কাজ করে এবং লার্ভার খাদ্য নষ্ট করে দেয়।
০২. পানিতে তেলের একটি পাতলা আবরণ দেয়া হলে মশার লার্ভা দ্রুত মারা যায়। এ জন্য প্রাকৃতিক কিছু তেল যেমন- অলিভ অয়েল, ভেজিটেবল অয়েল ও কেরোসিন ব্যবহার করা যেতে পারে। প্রতি গ্যালন পানিতে এক টেবিল চামচ তেল ব্যবহার করতে হবে। তবে এই তেল পুকুর কিংবা মাছ থাকে এমন জলাশয়ে ব্যবহার না করাই ভালো।
০৩. স্থির পানিতে আপেল সিডার ভিনিগার ঢেলে মশার লার্ভা ধ্বংস করা যায়। তবে এর ফল পেতে কমপক্ষে ১৮ ঘণ্টা সময় লাগে। এই মিশ্রণটি তৈরি করতে ৮৫ ভাগ পানির সঙ্গে ১৫ ভাগ আপেল সিডার ভিনিগার মেশাতে হবে।
০৪. ব্লিচিং পাউডার মশার লার্ভা ধ্বংসের জন্য কার্যকর। এক গ্যালন পানিতে এক চামচ ব্লিচিং পাউডার দিয়ে দ্রবণ তৈরি করতে হবে। জমে থাকা পানিতে সেই মিশ্রণ ঢেলে দিলে লার্ভা ধ্বংস হবে।
আসুন নিজেরা সচেতন হই, ডেঙ্গু ভাইরাসের বিস্তার রোধ করি।