ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

বগুড়ায় বিছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে শেষ হলো বিরোধীদলের ডাকা প্রথম দিনের অবরোধ কর্মসূচি

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৮:৫০ পূর্বাহ্ণ

বগুড়ায় বিছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে শেষ হলো বিরোধীদলের ডাকা প্রথম দিনের অবরোধ কর্মসূচি। সারাদেশে বিরোধীদলের ডাকা অবরোধ চলাকালে বগুড়ায় বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিরোধী দলের তিন দিনের অবরোধের ১ম দিন ট্রাক,মোটরসাইকেলে আগুন-ভাঙচুরকরাসহ বিএনপি, আওয়ামী ও পুলিশের দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষ ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণে আহতসহ বিচ্ছিন্ন ঘটনায় আনুমানিক ১৫ জন অবরোধকারীরা আহত হয়েছেন। বগুড়ার বনানী মোড়, বাইপাস মোড় থেকে লিচুতলা বাইপাস পর্যন্ত বিএনপি যুবদলের নিয়ন্ত্রণে থাকা রাস্তায় দফায় দফায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। ককটেল বিস্ফোরণে কয়েকজন নেতাকর্মী আহত হন।তখন তারা উত্তেজিত হয়ে বিভিন্ন জায়গায় আরও বেপোরোয়াভাবে রাস্তা অবরোধ করে। পুলিশের টহল চলাকালে বেলা ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জে আর কুরিয়ার সার্ভিস (ঢাকা মেট্রো -ট- ১৩-৭৯৫৪) গাড়ীতে অপরিচিত কয়েকজন ব্যক্তি এসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ,র্যাব, বিজিবি ও নির্বাহী দায়িত্ব প্রাপ্ত ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল হক ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বগুড়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এসে প্রায় ১ঘন্টা চেষ্টা করে গাড়ীর আগুণ নিভাতে সক্ষম হয়। জে আর কুড়িয়ার সাভিসের বগুড়ার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান গাড়ীতে প্রায় ২কোটি টাকার মালামাল ছিল। তার বেশির ভাগ জিনিসই নষ্ট হয়েছে। তিনি জানান আমরা কোম্পানির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এর আগে অবরোধকারীদের তোপের মুখে পড়ে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সকাল থেকে বগুড়া সদর উপজেলা বিএনপি নেতাকর্মীদের ব্যাপক পিকেটিং ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল সাংবাদিকদের জানিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছেন। জরুরী যানবাহন অবরোধের আওতামুক্ত বলে তিনি জানান। বনানীতে জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করতে চাই। অপরদিকে বগুড়ায় অবরোধের নামে বিএনপি-জামায়াতেরর সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সাতমাথা মুজিব মঞ্চে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক বগুড়া সদর-০৬ আসনের সাংসদ সদস্য (এমপি) রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদিকে শিবগঞ্জে বিএনপি ও জামাতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির ১ম দিনে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। সাধারণ দিনের মতোই স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল করছে। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অবরোধ কর্মসূচির বিরুদ্ধে জনসাধারণের জানমাল রক্ষার্থে শিবগঞ্জ,মোকামতলা, মহাস্থান সহ বিভিন্ন বন্দরে বন্দরে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ,সাইফুল প্রমুখ।