কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩ । বিএনপির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। (৩১ অক্টোবর) মঙ্গলবার সকালে কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেহেদী আহমেদ রুমী এবং সোহরাব উদ্দিনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন :