ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫

বটিয়াঘাটায় কৃষকদের মাঝে বিনা মুল্যে সার ও বীজ বিতরণ

মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা খুলনা: প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ণ

বটিয়াঘাটায় কৃষকদের মাঝে বিনা মুল্যে সার ও বীজ বিতরণ ।বটিয়াঘাটা কৃষি অফিস কর্তৃক আয়োজিত ২০২৩/২৪ অর্থ বছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা,সূর্যমুখী ও পেঁয়াজ ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টায় কৃষি দপ্তরের হল রুমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বটিয়াঘাটা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু বকর সিদ্দিক,সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক ইমরান হোসেন,কাজি আতিক, অজিত কুমার রায়, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল আজিজ, উপসহকারী কৃষি অফিসার সরদার আব্দুল মান্নান প্রমুখ। এসময় প্রান্তিক চাষিদের বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করেন।