রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ । ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় গম, সরিষা, ভুট্টা,শীতকালীন পেঁয়াজ, মুগ এবং চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৮শ ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৃষি উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) শহীদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা সাবের আলী, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ন আহ্বায়ক আবু তাহের প্রমুখ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ’৭১ সালের পরেই কৃষকদের কথা চিন্তা করেছেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করে। শেখ হাসিনার সরকারই একমাত্র কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ নানান সুবিধা দিচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।
আপনার মতামত লিখুন :