ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

আন্ত ইউনিয়ন ৪ দলীয় ৪০ উধর্ব ফুটবল লীগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত

আজিজুল ইসলাম প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৮:৫১ পূর্বাহ্ণ

আন্ত ইউনিয়ন ৪ দলীয় ৪০ উধর্ব ফুটবল লীগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হলো।  ২৭/১০/২০২৩ ইং মাগুরা জেলা মোহাম্মদপুর বাবুখালী আন্ত ইউনিয়ন ৪ দলীয় ৪০উধর্ব ফুটবল লীগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হলো ডুমুরশিয়া ডি সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। ৪ দলীয় ৪০ উধর্ব ফুটবল লীগ ডুমুরশিয়া ৪ দলীয় ৪০ ঊর্ধ্ব ফুটবল লীগ-এর ফাইনাল খেলা.. উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড. আব্দুল মান্নান সভাপতি মোহাম্মদপুর উপজেলা আওয়ামী লীগ শাখা মাগুরা। উক্ত ফুটবল খেলায় সভাপতিত্ব করেন, জনাব মীর মোঃ সাজ্জাদ আলী চেয়ারম্যান ১নং বাবুখালী ইউনিয়ন পরিষদ। সভাপতি (ভারপ্রাপ্ত) বাবুখালী ইউনিয়ন আওয়ামী। ধন্যবাদান্তেঃ শেখ মোঃ আক্তার হোসেন সাধারণ সম্পাদক ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ বাবুখালী ইউনিয়ন শাখা। খেলায় অংশগ্রহণ করেন বাবুখালী ফুটবল একাদশ, ডুমুরশিয়া ফুটবল একাদশ, চোড়ারগাতী ফুটবল একাদশ ও কেরিনগর ফুটবল একাদশ। সব দলের জয় পড়াজয়ে ফাইনালে পৌঁছে বাবুখালী ফুটবল একাদশ ও চুড়ারগাতী ফুটবল একাদশ আজ ২৭/১০/২০২৩ ইং অনুষ্ঠিত হয় আজকের খেলায় বাবুখালী ফুটবল একাদশ -০২ চুড়ারগাতী ফুটবল একাদশ -০ গোল করেন ফলাফলে বাবুখালী ফুটবল একাদশ বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে বাবুখালী ফুটবল একাদশ। সেরা গোলদ দাতা হিসাবে ট্রফি জিতেছেন মোঃ হান্নান মোল্যা আন্ত ইউনিয়ন ফুটবল লীগের ৪ ম্যাচে ৬ গোল দিয়ে সেরা গোল দাতা হিসাবে পুরস্কার পেয়েছেন বাবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আজকের খেলা উপভোগ করে স্থানীয় জনসাধারণ অনেক আনন্দিত হয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।