ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

যুবকদের হাত ধরেই বঙ্গবন্ধু কন‍্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে: ছান্নু

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ১১:৩০ অপরাহ্ণ

বগুড়ার শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেছেন; মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই বাংলাদেশে আবারও খেলাধুলার পরিবেশ ফিরে এসেছে। আজকের যুবকদের হাত ধরেই বঙ্গবন্ধু কন‍্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। এই যুবক সম্প্রদায়ের হাত ধরেই সমাজ থেকে মাদক সন্ত্রাস চিরতরে বিদায় এই হোক আমাদের সবার অঙ্গীকার।

শুক্রবার বিকেলে আশেকপুর সিপি উচ্চ বিদ্যালয় মাঠে আশেকপুর সূর্যতরুণ সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম‍্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পরে তিনি টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মাস্টার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশেকপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল হাই, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, ইউপি সদস্য রুকুনুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা শাহাদাত হোসেন, আরিফুল ইসলাম কাজল, ওর্য়াড আওয়ামী লীগ নেতা সোহাগ মিলন, আলম হোসেন, ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান সেন্টু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

উক্ত ফুটবল টুর্নামেন্টে ফাইনালে আশেকপুর একাদশ ক্লাব ২-১ গোলে চকজোড়া যুবউন্নয়ন সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।