ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

শার্শায় পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

অনলাইন নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১:৩৩ অপরাহ্ণ

শার্শায় পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানার আয়োজনে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) বিকালে শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ‍্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আকিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল আদ্দিন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় জোয়ারদার মজুমদার। অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। সহকারি পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান।এসময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আঃলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুর হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, বেনাপোল পৌরসভার মেয়র মোঃ নাসির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।