ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

কুড়িগ্রামে চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত

মোঃ আতিকুর রহমানড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ

কুড়িগ্রামে চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত । কুড়িগ্রামে চাঁদাবাজি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় ইউপি সদস্যকে বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেহেতু কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। তাই কুড়িগ্রাম জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করায় ইউপি সদস্য আনোয়ার হোসেনকে স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। ২৩ অক্টোবরের মধ্যে কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না দিলে চূড়ান্তভাবে বরখাস্ত করার সুপারিশ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক।