ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

ঢাকা বুধবার ৯ই জুলাই, ২০২৫

ফুলপুর ও হালুয়াঘাট সীমান্তে পার্থক্যকরণ কংশ নদিতে একটি ব্রীজ

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৮:৩০ অপরাহ্ণ

ফুলপুর ও হালুয়াঘাট সীমান্তে পার্থক্যকরণ কংশ নদিতে একটি ব্রীজ বা পুল না থাকায় যাতায়াত ভোগান্তি শিকার হয়েছে ৩টি ইউনিয়নের সাধারণ মানুষ নিজস্ব প্রতিবেদক, আজ রোজ বুধবার (২৫ অক্টোবর) ফুলপুর ও হালুয়াঘাটকে পৃথককারী কংশ নদিতে শতবছরেও একটি ব্রীজ বা পুল না থাকায় জনভোগান্তির সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। প্রতি বছর শাকুয়াই বড়ইকান্দি গোদারাঘাট ইজারা বাবদ লক্ষ লক্ষ টাকা উত্তোলন হলেও নদী পারাপারে কোনো সুব্যাবস্থা এখনো হয়নি। ইজারাদারেরা নৌকা বসিয়ে প্রতিনিয়ত যাত্রীর পকেট কেটে টাকা মারছে দেধারছে, তবুও নেই নৌকার মাঝি নৌকায় উঠতে গিয়ে মটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন পানিতে হাবুডুবু খেয়ে কোনোমতে প্রাণ নিয়ে এপার থেকে অপারে চলাচল করলেও এই দুঃখ এই দূর্দশা কারো টনক নড়েনি বরং প্রতিনিয়ত নিত্য নতুন দূর্ঘঠনার স্বীকার হচ্ছে নদী পারাপারে। ফুলপুর ও হালুয়াঘাটে যাতায়াত ব্যাবস্থার উন্নতি এখন সময়ের দাবী। একটি ব্রীজ বা পুলের আশা এখন লক্ষ প্রাণের। যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি একান্ত কাম্য। বাংলার মাটিতে বার বার আওয়ামী লীগ সরকার, জাতীয় সংসদে থাকার পরেও, আমাদের ফুলপুর বাসীর দিক তাকানোর চেষ্টা কেউ করেনা বর্তমান সময়।।