ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

আজমিরীগঞ্জে প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দূর্গা উৎসব

রামকৃষ্ণ তালুকদার আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৯:৩৭ পূর্বাহ্ণ

আজমিরীগঞ্জে প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দূর্গা উৎসব । হবিগঞ্জের আজমিরীগঞ্জে প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে গতকাল মঙ্গলবার শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিন ব্যাপী বৃহৎ শারদীয় দূর্গা পূজা। মায়ের বিদায় বেলায় দশমীর সকালে পুষ্পাঞ্জলি গ্রহন করেছেন আজমিরীগঞ্জের সনাতন সম্প্রদায়ের মানুষ। এর আগে মন্ডপ গুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ উৎসব। সনাতনী সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন,নিজেরা একে ওপর কে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তুলা আর ঢাকের তালে তালে নাচ-গান।মঙ্গলবার সকাল ৮ থেকে ১০ পর্যন্ত উপজেলার ৩৭টি পূজা মন্ডপে দেওয়া হয় পুষ্পাঞ্জলি। এর পর সকাল ১০ থেকে ৬ টার মধ্যেই প্রায় সব মন্ডপে বিসর্জন দেওয়া হয় দূর্গা প্রতিমা।এ সময় উপজেলা প্রশাসন ও আজমিরীগঞ্জ থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে পুষ্পাঞ্জলি নেওয়ার পাশাপাশি মায়ের প্রতিমা দর্শন করতে সনাতনী ভক্তরা বিভিন্ন মন্ডপে মন্ডপে ভীড় করেন।নারী,শিশু সহ সকল বয়সের সনাতনী ধর্মালম্বীরা বিসর্জনে অংশ নেন।উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান,দশমীতে তেমন কোন বিচ্ছিন্ন অঘটন ঘঠেনি।মায়ের বিদায় বেলায় রং খেলা হতো বিভিন্ন মন্ডপে এছাড়া প্রতি বছর বিজয়া রেলীর মধ্যে দিয়ে বিসর্জন দেওয়া হলেও এ বছর তা করা হয় নি। উদ্ভত পরিস্থিতির কারনে অনন্য বছরের ন্যায় রেলী না করে স্ব স্ব পূজা মন্ডপের পাশের পুকুর বা নদীতে প্রতিমা বিসর্জ্জন দেওয়া হয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেই প্রতিমা বিসর্জ্জনের কাজ শেষ করা হয়েছে।