ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

২৭ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল করবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর

হাসান আহমেদ ,স্টাফ রিপোর্টার: প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৮:৫৭ পূর্বাহ্ণ

২৭ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল করবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।  নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ৩ নভেম্বর ঢাকায় জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। উক্ত মহাসমাবেশ সফল করতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আগামী ২৭ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় ডিআইটি চত্বর থেকে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর। মিছিলে সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। মঙ্গলবার (২৪ অক্টোবর ) বাদ মাগরিব নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এক জরুরি সভায় তিনি এ কথা জানান। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, এসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক ইসমাইল, শহর শাখার সভাপতি হাজী আ. সোবহান, সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি হা. মাও. আব্দুল্লাহ আল ফারুক, বন্দর থানার সভাপতি হাজী আবুল হাসেম প্রমুখ নেতৃবৃন্দ।