ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

বিছালী ইউপি চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুকের ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন

মোঃ রাসেল হুসাইন,স্টাফ রিপোটার: প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৪:২৬ অপরাহ্ণ

বিছালী ইউপি চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুকের ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন।  ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মালম্বীদে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রোববার (২২ অক্টোবর) হবে অষ্টমী পূজা। ২৩ অক্টোবর নবমী এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব। নড়াইল সদর উপজেলার ১২নং বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুকের নেতৃত্বে গাড়ি বহরের মাধ্যমে শত-শত নেতাকর্মী নিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গা পূজা, ২২ অক্টোবর রবিবার মহা-নবমী সন্ধ্যা থেকে বিছালী ইউনিয়নের ১৪ টি পূজা মন্দির পরিদর্শন করেন এবং নিজস্ব অর্থ থেকে প্রতিটি পূজা মন্দিরে সভাপতি সাধারণ সম্পাদকের হাতে পাঁচ হাজার করে টাকা তুলে দেন এছাড়া আটঘরা সর্বজনীন দুর্গা মন্দিরের সংস্কারের জন্য ১ লক্ষ টাকা দেওয়ার ওয়াদা করেন। পূজা মন্দির পরিদর্শনকালে তিনি এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাজহারুল ইসলাম, ইউপি সদস্য খন্দকার মঈন,বিছালী ইউনিয়ন যুবলীগের সভাপতি এম এম সোহেল রানা,ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জী এম মাসুম বিল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ সহ বিছালী ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষ। বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুক তার বক্তব্যে বর্তমানে ইউনিয়নের উন্নয়নের চিত্র ভক্তবৃন্দের সামনে তুলে ধরেন তিনি। যেকোনো সমস্যার অতন্দ্র পাহারাদার হয়ে পূজা কমিটির পাশে থাকবে বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক। তিনি আরো বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দুর্গোৎসব পালিত হবে, এটাই আমাদের কাম্য। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষের পূজামণ্ডপে ঘুরতে আসাটা বাঙালীর ঐতিহ্য। আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিটি মন্দিরের সবাইকে প্রহরীর ভূমিকা পালন করতে হবে।