ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

গাবতলীতে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করলেন এসপি সুদীপ কুমার চক্রবর্তী

মোঃ মিনারুল ইসলাম,গাবতলী (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৮:০৫ পূর্বাহ্ণ

গাবতলীতে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করলেন এসপি সুদীপ কুমার চক্রবর্তী । শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে ২৩ অক্টোবর সোমবার বগুড়া গাবতলীর বিভিন্ন দূর্গা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি প্রথমে নাড়ুয়ামালা ইউনিয়নের চককাতুলী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় সঙ্গে ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সহধর্মিনী ঢাকায় কর্মরত পুলিশ সুপার (এআইজি) সুনন্দা রায়, গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, ওসি সনাতন চন্দ্র সরকার, নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, নাড়ুয়ামালা ইউপি সদস্য মাহমুদুন্নবী অটল, রাকিবুল হাসান রকি, আলফাজুর রহমান, মোজাম প্রমুখ। এরপর তিনি গাবতলী কেন্দ্রীয় পুজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন।