ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
নাটোরের সিংড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর স্মরণে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় সিংড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদা খাতুনের সভাপতিত্বে ও আব্দুল মতিন এর সঞ্চলনায়, উপজেলা প্রশাসন হল রুমে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু স্মৃতিচারণ কোড করে বক্তব্য প্রদান করেন। এবং কিছু সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ মোঃ ওহিদুর রহমান, প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা ইঞ্জিনিয়ার রফিক আহমেদ, বিশিষ্ট মুক্তি যোদ্ধা ও সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাব এর সভাপতি খলিল মাহমুদ সহ প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়, এবং বেশকিছু দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :