যশোর র্যাব -৬ পৃথক তিনটি অভিযান চালিয়ে ১০৮ বোতল ফেন্সিডিল ও একজন মহিলাসহ ০৪ জন মাদক ব্যবসায়ি গ্রেফতার
যশোর র্যাব -৬ পৃথক অভিযান চালিয়ে ১০৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে আটক করে। র্যাব -৬,যশোর কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গতকাল রাতে জেলার বেনাপোল থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে মাদক ব্যবসায়ীরা অবৈধ পথে মাদকদ্রব্য ফেন্সিডিল আমদানি করে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে থাকে বলে জানা যায়। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্পের গোয়েন্দা একটি আভিযানিক দল জেলার কোতয়ালী মডেল থানাধীন ০৭ নং চুড়ামনকাঠি ইউনিয়নের চুড়ামনকাঠি গ্রামের ব্রাক অফিসের পশ্চিম পাশ থেকে মতিয়ার রহমানের মেয়ে মোছাঃ হালিমা বেগম ওরফে ময়না(৩২) কে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করে।অপর আর একটি অভিযানে রাতে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়ন মৃত নজরুল ফকিরের পুত্র মনিরুল ইসলাম (৩৩)কে বোয়ালিয়া টু শাখারীপোতা বাজারগামী পাঁকা রাস্তার উপর হতে ৪৮ বোতল ফেন্সিডিল ও সালাউদ্দিনের পুত্র মাছুম শেখকে আটক করে এবং শামসুল বেপারী পুত্র বাশার (৪৮) এর নিকট থেকে ১২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ সর্বমোট চার জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করে। তিনটি পৃথক অভিযানে মোট ১০৮ বোতল ফেন্সিডিলসহ চারজন আসামী গ্রেফতার কারা হয়। উদ্ধারকৃত আলামত সহ আসামীদেরকে যশোর জেলার কোতয়ালী মডেল ও বেনাপোল থানায় হস্তান্তর করে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :