ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
শিবগঞ্জে গাংনগরে অনুমতি ছাড়াই সরকারি হাইস্কুলের গাছ কর্তন করলেন সভাপতি মাসুম ।বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের গাংনগর আলে মাহমুদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুমের নির্দেশে ও কতৃপক্ষের অনুমতি ছাড়াই গত সোমবার (২ অক্টোবর) বিদ্যালয়ের সামনে থাকা ৪টি গাছের মধ্যে দু’টি গাছ কর্তন করেন। যার মূল্য আনুমানিক ৮/১০ হাজার টাকা। স্থানীয়রা বলেন স্কুলের বেঞ্চ সর্ট থাকায় গাছ গুলো নাকি কাটা হয়েছে।এদিকে দুইজন সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে স্কুলের সভাপতি মাসুম শটকিয়ে যায়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুম গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ইউএনও মহোদয় কে বিষয়টি জানিয়েছি ও রেজুলেশন করে গাছ গুলো কাটা হয়েছে। তিনি আরো জানান এ বিষয়ে মোকামতলা ফাঁড়ির এস আই ইমরান ঘটনাস্থলে এসেছিলেন। ও তার কাছে গাছ কাটার রেজুলেশন কাগজ রয়েছে। মোকামতলা ফাঁড়ির এস আই ইমরানের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন অনুমতি বা রেজুলেশন কিছুই করা হয়নি। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন,আমার স্কুলের গাছ কাটার বিষয়ে জানা নাই। তবে ঘটনা সত্য হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :