ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

নগণের অধিকার আদায়ে কাজ করা একজন জনপ্রতিনিধির দায়িত্ব- ফজলে করিম চৌধুরী

মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ

জনগণের অধিকার আদায়ে কাজ করা একজন জনপ্রতিনিধির দায়িত্ব- ফজলে করিম চৌধুরী  বাংলাদেশ সরকার কর্তৃক বিভিন্ন প্রকার ভাতাভোগী ও উপকারভোগীদের সমাবেশ উপলক্ষে গহিরা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শনিবার সকাল ১০টায় দলইনগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এম.পি। তিনি বলেন আমাদের রাউজানের ছেলেমেয়েরা পড়ালেখা শেষে যাতে চাকরি করতে পারে তার জন্য আমি শিল্প নগরী গড়ে তুলেছি, যেখানে কমপক্ষে ৫০-৭০হাজার মানুষ চাকরি করতে পারবে। একজন জনপ্রতিনিধির দায়িত্ব হল সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করার। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবছারের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক এডিশনাল এসপি ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, কাজী মোহাম্মদ ইকবাল, ইরফান আহমেদ চৌধুরী, যুগ্ন সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, ইফতেখার উদ্দিন দিলু, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন, ক্রীড়াবিধ সুমন দে, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী। বক্তব্য রাখেন ব্যাংকার ফিরোজ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবর উদ্দিন, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক রিটন প্রসাদ চৌধুরী, নাসির উদ্দিন সিদ্দিকী, নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ মহিনউদ্দিন, যুগ্ম আহবায়ক এহসান উল্লাহ জিহাদী, সদস্য সচিব এনাম উদ্দিন রুবেল, ইউপি সদস্য লোকমান চৌধুরী, জাহাঙ্গীর আলম, খোরশেদুল আলম, আবদুল গাফফার, শিহাবুল আলম সাহাবু, বেদারুল আলম, ফয়সাল মিয়া, বেলাল উদ্দীন, যুবলীগ নেতা মনছুর আলম, সোহেল, তছলিম উদ্দিন রিঙ্কু, রিদুয়ান, নেজাম, পলাশ, জয়নাল মিয়াজীসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।