ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

বড়লেখায় চা বাগানে সহস্রভুজা, দুর্গাদেবীর পূঁজা অনুষ্ঠিত

অজিত দাস, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৮:০৮ পূর্বাহ্ণ

বড়লেখায় চা বাগানে সহস্রভুজা, দুর্গাদেবীর পূঁজা অনুষ্ঠিত । মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণ ভাগ, দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওতাধীন, নিউ সমনবাগ চা বাগানের (পাক্কা লাইন) যুব সমাজের উদ্দোগে৷ এই প্রথম বারের মত সহস্রভুজা দূর্গা দেবীর উদযাপন করেন নিউ সমনবাগ (পাক্কা লাইন) যুব সমাজ। সরেজমিনে গিয়ে দেখা যায় আলক সজ্জায় সাজিয়ে দূর্গা প্রতিমাকে বিভিন্ন লাইটিং দারা মন্দিরের আশপাশে রাঙিয়ে তুলেছেন দূর্গা মূর্তিকে, এদিকে কড়া পাহারায় আছেন আনসার বাহিনী, পুলিশ ও ভলেনডিয়ার ও সেচ্ছা সেবক। পূঁজা কমিটির সভাপতি অভি বাউরি ও সাধারণ সম্পাদক পাপ্পু বাক্তি(রাজু) বলেন আমরা গত বছর শতভজা মায়ের পূঁজা করেছি, এবারও মনস্ত করেছিলাম শ্রী শ্রী দুর্গা দেবী এক হাজার হাতের পুজা করবো,তাই মা দুর্গা দেবীর কৃপা ছিল করতে পেরেছি। এ বছর মায়ের সহস্রভুজা পূঁজা ভালো ভাবে করতে পারবো আমরা নিউ সমনবাগ চা বাগান (পাক্কা লাইন) যুব সমাজ অনেক খুশি, আমাদের অনেক কষ্ট করে মায়ের পূঁজায় যে যা পেরেছে অর্থ দিয়ে আমাদের সাহায্যে সহযোগিতা করেছে, সবার সহযোগিতায় আমরা এবার আমরা সহস্রভিজা মায়ের পূঁজা করতে পেরে আমরা ধন্য মনে করছি। যদি মায়ের কৃপা থাকে আগামী বছর তাহলে আবারও আমরা নিউ সমনবাগ চা বাগান ( পাক্কা লাইন) সর্বস্তরের জনসাধারণ মিলে সহস্রভুজা মায়ের পূঁজা করছি।