ফিলিস্তিনিতে গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন। নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১শে অক্টোবর সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্বরে জেলা হাফেজ পরিষদ ও নিউ মার্কেট ব্যাবসায়ীদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সভাপতি মাওলানা জুলফিকার আলির সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, জেলা হাফেজ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আবুল হোসেন, নিউ মার্কেট ব্যাবসায়ীদের পক্ষে এস এম মোতালেব হোসেন, হাফেজ মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, মুফতি হাফিজুর রহমান। মাওলানা রুস্তম আলী তাওহিদীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন, হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা জাকির হোসেন জাফরি, মাওলানা মনোয়ার হোসেন ফিরোজ, মাওলান তাওহিদুর রহমান, হাফেজ রোকনুজ্জামান বিপ্লবী প্রমুখ। মানববন্ধন শেষে ফিলিস্তিনসহ সারাবিশ্বের মুসলমানদের মধ্যে শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি হাফিজুর রহমান।
আপনার মতামত লিখুন :