জৈন্তাপুরে গভীর রাতে প্রশাসনের অভিযানে ভারতীয় ১১টি মহিষ ও ১টি গরু জব্ধ করা হয়েছে । ২০ অক্টোবর-২০২৩ইং। জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম’র নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শুক্রবার গভীর রাতে উপজেলার রাজবাড়ি খেলার মাঠ, পশ্চিম গৌরিসংকর, ফুলবাড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১১টি মহিষ ও ১টি গরু জব্ধ করেন। এসময উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ সাথে ছিলেন। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা কমপ্লেক্স এলাকায় সরকারি রাজস্ব শুল্ক কর্মকর্তাদের উপস্থিতি’তে উন্মুক্ত নিলামে বিক্রয় করা হবে। বিষয়’টি নিশ্চিত করেছেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম।
আপনার মতামত লিখুন :