ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

বাচাও বাংলা ভাষা

মোঃ মনজিরুল ইসলাম। প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ২:৩৩ অপরাহ্ণ

বাচাও বাংলা ভাষা । বাংলা ভাষার পাখা শব্দ হয়ে গেল ফ্যান এক “শ”হল হান্ড্রেড আর দশ হয়েছে টেন। মেয়ে বন্ধু গার্লফ্রেন্ড হল দুঃখিত টা সরি খালা, ফুফু আন্টি হল ট্যাবলেট হল বড়ি শিক্ষক থেকে টিচার হল বিদ্যালয়টা স্কুল নাপিত ভাইয়ের সাইনবোর্ডে হেয়ার হলো চুল । ফেব্রুয়ারির একুশ হলো ফাল্গুন মাসের আট কাগজ শব্দ পেপার হল রোড রাস্তাঘাট । বিজ্ঞাপনে সাবান শব্দ হল বিউটি সোপ যাতায়াত টা জার্নি হল স্টপ হয়েছে চুপ। বাজার থেকে মার্কেট হল শপিং কেনাকাটা ভ্রমণ থেকে ট্যুর হল জগিং ভোরের হাঁটা। করমর্দন হ্যান্ডশেক হল মুরগি চিকেন ফ্রাই গাড়িচালক ড্রাইভার হল চেষ্টা হল ট্রাই। ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন আর সেবিকা হল নার্স। সম্পূর্ণটা ফুল হলো আর অংশ হল পার্স । সাহায্যকারী হেলপার হল গিফট উপহার নববর্ষ হয়ে গেল হেপি নিউ ইয়ার। ক দিন আগেও ছিল না এই মিশ্র ব্যবহার চোখের সামনে ঘটে যাচ্ছে, এটা কি কারবার। বাংলা ভাষার অনেক শব্দ পরছে ঝরে ঝরে মায়ের মুখের ভাষা যাচ্ছে আগাছা তে ভরে। এই জন্য দায়ী কিন্তু তুমি আমি ভাই অকারণে বাংলা রেখে ভিনদেশী গান গাই। বিদেশী ভাষা ব্যবহারে হই এসো সাবধান বাঁচিয়ে রাখি প্রাণের প্রিয়, বাংলা ভাষার প্রাণ।