ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

পুকুর থেকে ইয়াসমিন নামের এক স্কুল ছাত্রী মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ১০:২১ পূর্বাহ্ণ

পুকুর থেকে ইয়াসমিন নামের এক স্কুল ছাত্রী মরদেহ উদ্ধার।প্রকাশ আজ রোজ শনিবার (২১ অক্টোবর) আটোয়ারীর গোবিন্দপুরে বাসার পাশের পুকুর থেকে ইয়াসমিন আক্তার মোহনা নামের ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রীর মরদেহ উদ্ধার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে এককাপড়ে এবং জুতা ছাড়াই বাসা থেকে রাগ করে বের হয়ে যায় সে। তার কিছুক্ষণ পর থেকেই পরিবারের লোকজন খুজোখুজি শুরু করে। সম্ভাব্য সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সহ তার ঘনিষ্ঠ বন্ধুকেও থানায় ডেকে জিজ্ঞাসাবাদে কোন সন্ধান না পাওয়ায় মেয়েটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর প্রায় ৪০ ঘন্টা পর, মেয়েটির বাসার পশ্চিম পার্শ্বের একটি পুকুরে আজ সকালে স্থানীয়রা তার লা’শ ভাসতে দেখে৷ পরে পুলিশকে খবর দেয়া হলে কিছুক্ষণ আগে লা’শ উদ্ধার করে পুলিশ।