পৈত্রিক সম্পত্তিতে প্রতিপক্ষের জোড়পূর্বক বাড়ি নির্মাণকাজ: আদালতে অভিযোগ । বগুড়ার শাজাহানপুরে পৈত্রিকসূত্রে প্রাপ্ত সম্পত্তিতে প্রতিপক্ষগণ জোড়পূর্বক দ্বিতল ভবন
নির্মাণকাজ শুরু করার ঘটনায় জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী মোঃ মোরছালিম (৪৮)। তিনি উপজেলার খরনা কমলাচাপড় গ্রামের মৃত: সোবাহান প্রামানিকের ছেলে। এঘটনায় (১৯ অক্টোবর) বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বগুড়া বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের বিবাদীগণরা হলেন; ওই একই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ দুদু মিয়া (৬৫) এবং দুদু মিয়ার ছেলে মোঃ রোমান হাসান (২৫)। সরেজমিনে (২০ অক্টোবর) শুক্রবার অভিযোগকারী মোরছালিম জানান; সাবেক ৪৪৬৬ হাল ৬৭৯৪ দাগে ২৪ এর কাতে ১২ শতক জমি পৈত্রিকসূত্রে আমরা তিন ভাই ভোগদখল করে আসছি। যাহা বতর্মানে আমার ভাইদের মধ্যে মৌখিক আপোষ মূলে আমি বিগত ৩০ বছর যাবত ভোগদখল করে আসছি। এমতাবস্থায় গত ৬ অক্টোবর ২০২৩ আমার দখলকৃত সম্পত্তি জোড়পূর্বক দখল নেওয়ার চেষ্টায় প্রতিপক্ষগণেরা বহিরাগত লোকজন এনে বহুতল ভবন নির্মাণকাজ শুরু করে। এতে আমি বাধা দিলে আমাকে বিভিন্ন ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। অবশেষে আমি নিরুপায় হয়ে সুষ্ঠ বিচারের আশায় আইনী ব্যাবস্থা গ্রহণের লক্ষ্যে গত (১৯ অক্টোবর) বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করি। এঘটনায় সঠিক তদন্তপূর্বক উক্ত সম্পত্তির বিবাদ মিমাংসায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভূক্তভোগী মোরছালিম ও তার পরিবার। আনিত অভিযোগের বিবাদী মোঃ রোমান হাসান জানান; সাবেক ৪৪৬৬ দাগে মোট ৫৪ শতক সম্পত্তি হতে আমার মা রহিমা খাতুন ৫ শতক জায়গা ক্রয় করেন। যার দলিল সহ সকল প্রমাণাদি আমাদের কাছে আছে। বতর্মানে এখানে আমরা বাড়ির নির্মাণকাজ শুরু করেছি। এঘটনায় স্থানীয় এলাকাবাসী উভয় পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিষয়টি সমাধানে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন
আপনার মতামত লিখুন :