ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

আসলে আমরা ভালো নেই

Monira Akter প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৩:৩৯ পূর্বাহ্ণ

মানুষ একা বাস করতে পারে না৷ তবে একা চলতে পারে৷ দিব্যি একাকীত্ব কে সঙ্গী করে জীবন অতিক্রম করে ফেলতে পারে৷ তবে যখন এই একা জীবনের সাথে অন্য কারো জীবন জুড়ে যায় তখন স্বভাবতই তাকে ছাড়া অন্য কিছু কল্পনা করা যায় না৷ হউক সেই পাশে থাকা ৪ দিনের বা ৪ বছরের৷ দু:খ কিন্তু সারাজীবনের।
তাঁর সাথে কাটানো সময় গুলো আপনাকে সারাজীবন কাঁদাবে৷ আপনি যতোই মুখে বলুন তাকে ছাড়া জীবন চলবে। কিন্তু দিন শেষে একবারের জন্যে হলেও তার কথা আপনার মনে হবে৷ আর যদি সেই সম্পর্কে টক-ঝাল-মিস্টি থাকে তবে তো আর কথাই নাই। সারাজীবন বেদনা ভরা জীবন চলবে।
বাহিরে সেই মানুষ গুলো অনেক শক্ত দেখায় নিজেকে। ঠিক যেনো পাথর৷ কিন্তু ভেতরে এদের দুমরেমুচরে যায় জীবন।
ভালো থাকার জন্য চলে গেলেও আসলে আমরা ভালো নেই।