ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচার বিভাগের সমস্যা নিরসনে নিরন্তর প্রচেষ্টা প্রয়োজন।
দীর্ঘ মেয়াদি বিচার বিভাগীয় পরিকল্পনা করতে সাবেক ও বর্তমান এটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) সাবেক ও বর্তমান সভাপতি-সম্পাদকদের সঙ্গে বৃহস্পতিবার বিকালে মতবিনিময় সভা করেছেন প্রধান বিচারপতি।
সুপ্রিমকোর্টের কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো.আশফাকুল ইসলাম, বিচারপতি মো.আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী ড.কামাল হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট এম আমীর-উল ইসলাম, সাবেক এটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সাবেক এটর্নি জেনারেল ফিদা এম কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক সভাপতি মঈনুল হোসেন, এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র এডভোকেট মো.মোমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত এটর্নি জেনারেল এস এম মুনীর, শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন মেহেদী এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো.আবদুন নূর দুলাল।
মতবিনিময় সভায় প্রধান বিচারপতি বলেন, এখানে মিলিত হওয়ার উদ্দেশ্য খুবই স্পষ্ট। আমাদের উদ্দেশ্য হলো, বিচার বিভাগ থেকে দুর্নীতি নির্মূলকরণ, আদালতের কার্যক্রম তথা বিচারব্যবস্থা গতিশীলকরণ, বিচারকাজের মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণামূলক পদক্ষেপ গ্রহণ এবং বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টদের (যেমন- বিচারক ও কোর্টের স্টাফদের) পদক্ষেপ গ্রহণ এবং উদ্দেশ্যসমূহ অর্জনের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নির্মাণ ও প্রতিষ্ঠা।
আপনার মতামত লিখুন :