ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

শাজাহানপুরে ৪৫ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ১:৪৮ পূর্বাহ্ণ

বগুড়ার শাজাহানপুরের চোপীনগর ইউনিয়নে এলজিইডি’র অর্থায়নে ৪৫ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার পাকা রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উন্নয়নমূলক এই কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারঃ) উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

বৃ-কুষ্টিয়া ভায়া আলীনগর থেকে চোপীনগর উচ্চ বিদ্যালয় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, চোপীনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাচ্চু, এড. শাহ্ আলম নান্নু খান, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ওয়ার্ল্ড ভিউ ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড’র প্রোপাইটার তিতাস মাহমুদ রতন প্রমুখ।