ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

স্বেচ্ছাসেবী নেত্রি আরিফা জেসমিন কনিকার কিশোরীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

মুকুল হোসেন ,সিংড়া,নাটোর প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৭:৪২ অপরাহ্ণ

স্বেচ্ছাসেবী নেত্রি আরিফা জেসমিন কনিকার কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে কর্মশালা । নাটোরের সিংড়ায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর ) সকালে উপজেলার সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত সমাজের আয়োজনে ফ্রেস অনন্যা স্যানিটারি ন্যাপকিন মেঘনা গ্রুপের সহায়তায় এই কর্মশালার উদ্বোধন করা হয়। আলোকিত সমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আরিফা জেসমিন কোনিকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রি লিঃ এর সিনিয়র এজি এম কাজি মোঃ মহিউদ্দিন, সিংড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এ এস এম আলমাস হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার, মেডিক্যাল অফিসার (গাইনি) ডাঃ রুবিনা খাতুন, গাইনি বিশেষজ্ঞ ডাঃ ফারজানা রহমান দৃষ্টি। এসময় বক্তারা বলেন,নারীদের প্রজনন প্রক্রিয়ায় প্রভাবকারী একটি স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে ঋতুস্রাব/মাসিক। একটি নির্দিষ্ট সময়ে প্রাকৃতিকভাবে এটি শুরু হয় এবং নির্দিষ্ট সময়ের পর শেষ হয়। ঋতুস্রাব সু-স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ন চিহ্ন। অনেক সমাজেই ঋতুস্রাবএকটি লজ্জাষ্কর বিষয়, সমাজে মেয়ে/ নারীরা প্রায়ই এ বিষয়ে খোলাখুলিভাবে কথা বলতে লজ্জা/ বিব্রতবোধ করে। কিছু সমাজে মানুষ বিশ্বাস করে ঋতুস্রাবের রক্ত দূষিত এবং ঋতুস্রাব হলো শরীরের খারাপ রক্ত পরিষ্কারের একটি প্রক্রিয়া, কিন্তু এটি সত্য নয়। ঋতুস্রাব হলো “প্রজনন স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ন চিহ্ন”, এই তথ্যটিকে আমাদের স্পষ্টভাবে প্রচার করতে হবে। একজন মেয়ে/নারী ঋতুস্রাবের সময় সামান্য অস্বস্তি বা ব্যথায় ভুগতে পারে, আসলে ইহা খুবই স্বাভাবিক, বরং কোন রোগ নয়। আয়োজিত কর্মশালায় শেষে মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রি লিমিটেড এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফ্রেশ অনন্যা স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।