ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

রুহান

লেখক: মুহম্মদ জাফর ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৪:০২ অপরাহ্ণ

পৃথিবীতে গ্রহণের কাল। মহা বিপর্যয়ের পরে মানুষ আবার আদিম যুগে ফিরে যাচ্ছে যেন। চলছে প্রকাশ্যে দাস ব্যবসা আর গোত্রে গোত্রে লড়াই। সব সেই আদিম যুগের মতই। পার্থক্য শুধু অস্ত্রগুলি এখন অনেক উন্নত।
এরই মধ্যে কেউ কেউ এখনো স্বপ্ন দেখে মানুষের ভালো সব বোধ আবার ফিরে আসবে বলে। রুহান তেমনই এক তরুণ। ভাগ্যের ফেরে দাস সংগ্রাহক ডাকাতদের হাতে পরে শেষমেশ সে হয়ে গেল এক নামকরা ‘খেলোয়ার’। পরিচয় হল তার মতই ভাগ্যহত আরো অনেকের সাথে। সেখান থেকে কি সে পারবে তার গোপনে দেখা সেই স্বপ্নকে সফল করতে?