ঢাকা শুক্রবার ১৭ অক্টোবর, ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ “মানবিক কাজে মানবতার টানে, ভয় নেই রক্তদানে”— এই স্লোগানকে ধারণ করে এগিয়ে এলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বোনারপাড়া সরকারি কলেজ শাখার সংগ্রামী সভাপতি মোঃ মোহাইমিনুল ইসলাম রিমন।
আজ বৃহস্পতিবার সকালে বোনারপাড়া এলাকার এক সিজারিয়ান (সিজার) রোগীর জরুরি ভিত্তিতে B+ গ্রুপের রক্তের প্রয়োজন হলে, বিষয়টি জানতে পারেন ছাত্রনেতা রিমন। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি দ্বিধা না করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে নিজ হাতে রক্তদান করেন।
রক্তদানের পর ছাত্রনেতা রিমন বলেন,
“মানুষ মানুষের জন্য—রক্তদান কোনো তুচ্ছ কাজ নয়, বরং একটি প্রাণ বাঁচানোর মাধ্যম। এমন মানবিক উদ্যোগে সবসময় অংশ নিতে আমি গর্ববোধ করি।”
তিনি আরও বলেন,
“ছাত্রদল সবসময় মানবতার পক্ষে, মানুষের দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ।”
স্থানীয়রা জানান, মোহাইমিনুল ইসলাম রিমন এর আগেও বিভিন্ন সময় অসুস্থ রোগীদের রক্ত দিয়ে সহায়তা করেছেন।
মানবিক এই উদ্যোগের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঢল নেমেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বোনারপাড়া সরকারি কলেজ শাখা
সবসময় মানবতার পাশে, মানুষের সেবায় নিবেদিত।
আপনার মতামত লিখুন :