জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৭ টি ভারতীয় গরু উদ্ধার সহ গ্রেফতার ১ । জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম (পিপিএম)’র দিক নির্দেশনায় সোমবার রাতে (১৭ অক্টোবর) রাত সাড়ে ৩ টার দিকে এস আই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ নিজপাট ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের ডিবির হাওর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান কালে ভোরে ভারতীয় ৭টি গরু উদ্বার সহ ১জন-কে আটক করা হয়। আটক আলমগীর হোসেন (৩০) পিতা আলী হোসেন তিনি ডিবির হাওর গ্রামের বাসিন্দা। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আলমগীর-কে আদালতে প্রেরণ করা হয়। জৈন্তাপুর থানা পুলিশের মিডিয়া উইং-কর্মকর্তা এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :